ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

জামদানি পড়ে আমার ভালো লেগেছে: রোবট সোফিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০২, ৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২১:১০, ৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কৃত্রিম বুদ্ধমত্তা সম্পন্ন  রোবট সোফিয়াকে মঞ্চে আনা হয় জামদানিতে জড়িয়ে। বাংলার ঐতিহ্যবাহী জামদানি কাপড়ে সজ্জিত সোফিয়াকে মঞ্চে বাঙালি রমণীর সাজেই আনা হয়। কারু কাজ করা জামদানির পোশাকে বাঙালি তরুণদের সামনে হাজির হয় সোফিয়া। তার এই জামদানি পছন্দ বলেও জানান এই রোবট।

শুধু জামদানি পোশাকে হাজির হয়েই থেমে থাকেনি সোফিয়া। প্রশংসা করলেন জামদানির। বললেন, "মিহি সুতোয় তৈরি জামদানি বাংলাদেশের ঐতিহ্য"। এই জামদানির স্বত্ব বাংলাদেশিদের।  বুধবার ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ এর ৫ম আসরে আনা হয় রোবট সোফিয়াকে। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সবার জন্য উন্মুক্ত করা হয় সোফিয়াকে। সেখানেই জামদানি কাপড়ের তৈরি পোশাক পরিহিত অবস্থায় আসে হ্যানসন রোবটিক্সের তৈরি সোফিয়া।

দুপুর ৩টা ১০ মিনিটে সোফিয়াকে মঞ্চে আনা হয়। প্রথমেই সঞ্চালক গাউছুল আলম শাওন সোফিয়াকে বাংলাদেশের আসার জন্য অভিনন্দন জানান। জবাবে সোফিয়া বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘হ্যালো বাংলাদেশ। আই অ্যাম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট ইন্ট্রিগ্রেটেড রোবট সোফিয়া।’

ইংরেজিতে শাওন সোফিয়ার কাছে জানতে চান, ‘সোফিয়া আপনি কী জানেন, এখন কোথায় আছেন?’ জবাবে সোফিয়া জানালেন, ‘আমি বাংলাদেশে আছি। এখানে আজ থেকে ডিজিটাল ওয়াল্ড শুরু হয়েছে। আমার সামনে হাজারো তরুণ আমার কথা শোনার জন্য উদগ্রীব হয়ে আছেন।’

এবার সঞ্চালক সোফিয়ার পরনের পোশাকের প্রশংসা করেন। বলেন, ‘সোফিয়া আপনি যে পোশাকটি পড়েছেন তাতে আপনাকে মানিয়েছে বেশ। আপনি কী জানেন, আপনি কী পোশাক পরে আছেন?’

প্রশংসায় কে না খুশি হয়! রোবট হলেও সেও তো বুদ্ধিমত্তাসম্পন্ন। আর তাই অভিব্যক্তি প্রকাশে সক্ষম সোফিয়া খানিকটা হেসে বলেন, ‘আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানির তৈরি পোশাক পড়েছি। এই জামদানি মিহি সুতার তৈরি। আরামদায়ক এই পোশাকটি পরে আমারও ভাল লাগছে।’

এরপর আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সোফিয়ার কাছে জানতে চান, একটি জাতিকে বদলানোর জন্য ডিজিটালাইজেশনের ভূমিকা কী হতে পারে? রোবট সোফিয়া বলেন, ‘একটি জাতিকে বদলাতে হলে ডিজিটালাইজেশনের বিকল্প নাই।’

বাংলাদেশও সোফিয়ার মতো কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট তৈরি করতে সক্ষম বলে মন্তব্য করেন সোফিয়া।

এরপর সোফিয়ার উদ্ভাবক ড. ডেভিড হ্যানসন সোফিয়ার মতো অত্যাধুনিক তৈরি গল্প বললেন। জানালেন, ছোটবেলা থেকে তিনি রোবট তৈরির স্বপ্ন দেখতেন। তার বিশ্বাস এক সময় কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট মানুষের হয়ে কাজ করবে। তিনি বাংলাদেশিদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা চাইলে সোফিয়ার সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। কেননা এই সফটওয়্যার ওপেন সোর্সে আছে"।

সোফিয়াকে এক নজর দেখতে অনুষ্ঠানস্থলে ছিল উপচে পরা ভিড়।

 

//এসএইচএস//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি